chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বহদ্দারহাট র্যাম্পের সেই অংশ পরিদর্শনে চসিকের বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিবেদক:নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের আরাকানমুখী সড়কের দুইটি র‍্যাম্পের ফাটলের অংশ পরিদর্শন করেছেন চসিকের বিশেষজ্ঞ টিম। তবে এখনই কোনা ধরনের মন্তব্য করতে নারাজ বিশেষজ্ঞ টিম।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ (সড়ক) অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।

জানতে চাইলে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম চট্টলার খবরকে বলেন, আমরা এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ফ্লাইওভারের ওই অংশটি দেখে এসেছি। আশা করছি আগামীকাল এই বিষেষে জানাতে পারব।

এর আগে ২৭ অক্টোবর দুপুরে র্যা ম্পের দুটি অংশ পরিদর্শন করে ফাটল নেই বলে জানায় নকশা প্রণয়ন করা প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিপিএম)। ফাটল মনে হওয়ায় অংশটিকে আন ফিনিশং জয়েন্ট বলে দাবি করে। একই সঙ্গে যান চলাচল চালু করার পরামর্শ দেয়।

তবে ফাটলের বিষয়টি নিশ্চিত না হওয়ায় সেখানে ব্যরিয়ার গেইট দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর