chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রিটেনে অনুমোদন পেয়েছে বাংলাদেশী ভ্যাকসিন সনদ

চট্টলা ডেস্ক : ব্রিটেনের অনুমোদন পেয়েছে বাংলাদেশের করোনা ভ্যাকসিন সনদ। আগামী ১১ অক্টোবর (সোমবার) থেকে বাংলাদেশের ভ্যাকসিন সনদ দেশটিতে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্রিটেন সরকার বিদেশিদের ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য বিবরণীতে এ খবর জানিয়েছে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩৭ দেশের ভ্যাকসিন সনদ যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১১ অক্টোবর থেকে করোনা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নেওয়া বাংলাদেশিদের ব্রিটেনে ঢোকার পর ১০ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে না। পাশাপাশি, ব্রিটেন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটেনে এখন পর্যন্ত করোনার চারটি (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন) ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এর মধ্যে বাংলাদেশে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর