chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঠাকুরের আসনে প্রদীপ জ্বালাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বসতঘরে ঠাকুরের আসনে প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৫৫ বছর বয়সী গৃহবধূ শিল্পী নন্দী।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে পূজার আসনে প্রদীপ জ্বালাতে গিয়ে তিনি দগ্ধ হন। শিল্পী নন্দী একই গ্রামের হরিমোহন নন্দী বাড়ির পরিমল নন্দীর স্ত্রী।

পরিবারের লোকজন বলছেন অন্যান্য দিনের মতোই সোমবার দুপুরে ঠাকুরের আসনে পূজার সময় প্রদীপ জ্বালাতে গেলে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়।

দগ্ধ অবস্থায় শিল্পী নন্দীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে দেন পরিবারের লোকজন। আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর