বিএফইউজে নেতা আজহার মাহমুদের মাতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আজহার মাহমুদের মাতা হামিদা বানু (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।শরীরে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ার পর প্রায় তিন মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদে আসর মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুরস্থ গ্রামের বাড়িতে মরহুমার জানাযা অনুষ্টিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, মাত্র নয় মাস আগে পিতা হারানোর পর শেষ ভরসা মাকেও হারালেন আজহার মাহমুদসহ পরিবারের অন্য সদস্যরা। মহান রাব্বুল আলামীন যেন এমন কঠিন মুহূর্তে তাঁদের ধৈর্য ধরার শক্তি দেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এসএএস/জেএইচ/চখ