chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর ম্যুরালে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির বিনম্র শ্রদ্ধা

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ক্লাবের নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা। আজ সোমবার ২ জানুয়ারি সকালে সাংবাদিক নেতারা শ্রদ্ধা জানান।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রতিষ্ঠান। তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত কর্মকর্তারা কার্যক্রম শুরু করতে চায়।

দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নেতৃবৃন্দ বলেন, প্রেস ক্লাবের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে বিদায়ী কমিটির কর্মকর্তা ও ক্লাবের নবীন-প্রবীণ সদস্যদের সহযোগিতা প্রয়োজন।

প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, নবনির্বাচিত যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, নবনির্বাচিত কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং প্রেস ক্লাবের প্রবীণ সদস্য গবেষক মো. শামসুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, নবনির্বাচিত গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, নবনির্বাচিত সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, নবনির্বাচিত কার্যকরী সদস্য মনজুরুল আলম মনজু, সিইউজে’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, ক্লাবের স্থায়ী সদস্য এ কে এম কামরুল ইসলাম চৌধুরী, সান্টু কুমার দাশ, কামাল উদ্দিন খোকন, এমরান হোসাইন, নিপুল কুমার দে প্রমুখ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর