chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভ্যালি কেলেংকারি: এবার মামলা রাসেল দম্পতির বিরুদ্ধে

চট্টলা ডেস্ক: অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ আত্নসাতের মামলা করেছে ভুক্তভোগী গ্রাহক।।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে আরিফ বাকের নামে একজন এই মামলা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওই ভুক্তভোগীসহ বেশ কয়েকজন গুলশান থানায় প্রতারণার অভিযোগ এনে মামলার আবেদন করেন।

উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মামলা পরবর্তী বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য আদালতের অনুমতি নেওয়া হবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর