chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুদিনের কর্মবিরতিতে যাচ্ছে ‘কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন’

নিজস্ব প্রতিবেদক: পরিবহন মালিক-শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে দুদিনের কর্মবিরতিতে যাচ্ছে ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিকদের সংগঠন ‘চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন’।

দাবি আদায়ে আগামী ২৭ ও ২৮ সেপ্টম্বর কর্মবিরতি পালন করবে সংগঠনটি। শুক্রবার (৩ সেপ্টম্বর) সকালে সংগঠনটির মাদারবাড়ি কার্যালয়ে আলোচনা সভা শেষে পরিবহন নেতারা এ কর্মসূচি ঘোষণা করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আবদুল মান্নান বলেন, ঘোষিত কর্মসূচি পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার আদায়ের কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়ন করা সকল পণ্য পরিবহন মালিক-শ্রমিকের নৈতিক দায়িত্ব।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মান্নান সভায় সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার আহবায়ক মো. নূরুল আবছার, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মো. এমদাদুল হক ও কে.এম মহিউদ্দিন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর