chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাতুনগঞ্জে ব্যবসায়ীদের কর্মবিরতি

চট্টলা ডেস্ক : পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে আড়াই ঘন্টা কর্মবিরতি পালন করেছে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

আজ বুধবার (১৮ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। এতে খাতুনগঞ্জ ব্যবসায়ি সমিতি ছাড়াও কাঁচাবাজার আড়তদার ও চাল ব্যবসায়ী সমিতিসহ আরও অনেক সংগঠনের ব্যবসায়ীরা অংশ নেন।

তারা অভিযোগ করেছেন, কোন কারণ ছাড়া সম্পূর্ণ অবৈধ পন্থায় রীতিমতো চাঁদাবাজি শুরু করেছে একটি শ্রমিক সংগঠন। খাতুনগঞ্জে পণ্য নিয়ে আসা প্রতিটি ট্রাক থেকে সংগঠনের নাম দিয়ে ৪ থেকে ৫শ’ টাকা করে চাঁদা আদায় করছে।

চাঁদা না দিলে ট্রাক ডাকাতি হয়ে যাওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ উঠে ট্রাক শ্রমিক সংগঠনটির উপর।

শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিকার চেয়ে প্রয়োজনে প্রশাসনের সরণাপন্ন হবেন বলে জানান খাতুনগঞ্জের চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ।

শীঘ্রই প্রশাসনিকভাবে কোন পদক্ষেপ গ্রহণ না করলে আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচিতে যাবো। দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যের দামেও একটা প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর