chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি বাবদ ৫৩ লাখ টাকা আদায় 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে করপোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদয়ের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৯ জুন) সকালে করপোরেশনের রাজস্ব সার্কেল-৫ এর আওতাধীন আসাকার দীঘি পাড় ও দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লাখ এবং ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৯ হাজার ৭শত ৯০টাকা আদায় করা হয়।

একই দিনে পৃথক অপর অভিযানটি পরিচালিত হয় রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন আমবাগান, খুলশী, ওয়ারলেস ও দক্ষিণ খুলশী আবাসিক এলাকায়।

এসব এলাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১৬ লাখ ৭৪ হাজার ৩ শ ৩৫ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৭ হাজার টাকাসহ সর্বমোট হোল্ডিং ট্যাক্স বাবদ ৫১ লাখ ৭৪ হাজার ৩ শ ৩৫ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ১৬ হাজার ৭ শ  ৯০ টাকা আদায় করা হয়।

এ ছাড়াও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পৃথক এসব অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

অভিযানে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর