chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসহায় গরীব ও দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছে সিএমপির দক্ষিণ বিভাগ

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্দ্যেগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টার সময় নগরীর চকবাজার থানাধীন রীমা কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি বলেন, সিএমপির দক্ষিণ বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ২ হাজার ৫শ দ্ররিদ্র পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবন, ভোজ্য তেল ও সাবান সহ সর্বমোট ১২.৫ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর