chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছয়দিন ব্যাপী চলচ্চিত্র সম্পাদনার অনলাইন ক্লাস শুরু ১৮ মার্চ

ডেস্ক নিউজ: ‘মাষ্টার ক্লাস অন আর্ট অ্যান্ড ক্র্যাফট অব ফিল্ম এডিটিং’শিরোনামে ছয়দিন ব্যাপী চলচ্চিত্র সম্পাদনার অনলাইন ক্লাস করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। আগামী ১৮ মার্চ শুরু হয়ে চলবে ২ এপ্রিল শেষ হবে।

উক্ত কর্মশালায় যা থাকছে…
-ডেফিনেশন অব এডিটিং
-ক্যারেক্টারিসটিকস অব এডিটিং
-শট ভলিউম অ্যান্ড ইমেজ সাইজ ইন এডিটিং
-লজিক্যালিটি অব চয়েজ অব ইমেজ
-প্রিন্সিপ্যাল অব এডিটিং
-এপ্রোপ্রিয়েট নেভিগেশন থ্রো কাট ডিউরিং এডিটিং
-ক্যামিস্ট্রি অব কাট
-গভরনেন্স অব সাউন্ড ইন এডিটিং সহ নানা বিধ বিষয়ের পাশাপাশি থাকবে ধ্রুপদী চলচ্চিত্রের অংশর বিশ্লেষণ।

 

কর্মশালাটি পরিচালনা করবেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র সম্পাদক দেবকান্ত চক্রবর্তী। তিনি ভারতের হায়দ্রাবাদের  বিখ্যাত চলচ্চিত্র শিক্ষা কেন্দ্র অন্নপূর্ণা কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার সম্পাদনা ও পরিচালনা বিভাগের এসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ফিল্ম ইন্সটিটিউট, চিত্রবাণীসহ ভারতের বিভিন্ন ফিল্ম স্কুলে শিক্ষকতার পাশাপাশি ভারত ও বিদেশের অসংখ্য পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন সম্পাদনায় সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/iafm.edu.bd/) থেকে কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
প্রয়োজনে যোগাযোগ – মোবাইল: ০১৭৩২৯৮৮০৭৯, ০১৭৯৭০৯৯৫৪৫
ইভেন্ট পেইজ লিংক – https://www.facebook.com/events/736334040589711

নচ/চখ

এই বিভাগের আরও খবর