chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে এসেছে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১২টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাহাজটিকে স্বাগত জানায়।

তুরস্কের দূতাবাস জানায়, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তুর্কি নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) আগামী ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। এটা শুভেচ্ছা সফর। টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) সাড়ে চার বছরে ২০টি দেশের ২৪টি বন্দর পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর বন্দর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানো।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর