chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ

বৃষ্টি, বজ্রপাতের পর চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে রুই জাতীয় মা মাছ।

আজ মঙ্গলবার  (৭ মে) সকাল ৬ টার সময় ভাঁটার শেষে দিকে হালদা নদীর রাউজান অংশের ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন সংগ্রহকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নদীর মইশকরম  চইল্যাখালিতে এলাকা থেকে ডিম সংগ্রহ করা হয়েছে।

মইশকরম চইল্যাখালিতে এলাকায় ডিম সংগ্রহ করছেন পাকিরাম দাশ ও তার দল। তিনি  বলেন, ‘আশানুরূপ ডিম সংগ্রহ করতে পারছি। আবহাওয়া অনুকূল থাকলে এবার ডিমের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে।’

এর আগে নমুনা ডিম ছাড়ার পর মঙ্গলবার সকাল থেকে নদী তীরে জাল ও নৌকা নিয়ে প্রস্তুতি শুরু করে শত শত সংগ্রহকারী।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী  বলেন, ‘সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করেছেন। হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি নৌকায় গড়ে ২ থেকে ২.৫ বালতি করে ডিম সংগ্রহ পাওয়া গেছে।

উল্লেখ্য ৬ মে  থেকে ১০ মে পর্ষন্ত হালদায় কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে।

 

জুঈম/ তাসু/ চখ

এই বিভাগের আরও খবর