chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম সেনানিবাসে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ: সারাদেশের মতো চট্টগ্রাম সেনানিবাসেও করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন।

উদ্বোধনের পর কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) সর্বপ্রথম করোনা টিকা গ্রহণ করেন মেজর জেনারেল সাইফুল আবেদীন।

টিকা নেয়ার পর তিনি গণমাধ্যমকে জানান, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ায় ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিএমএইচ ও ভাটিয়ারির ওপিসি দুইটি। বাকি চারটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙামাটি কেন্দ্রে।

জিওসি আরও বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে ৪ হাজার করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এসব টিকা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সকল সেনা সদস্যকে দেওয়া হবে।

উল্লেখ্য, সারাদেশে আজ ১ হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর