chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকসিনের আওতায় দুইশ পরিবহন শ্রমিক

চট্টলা ডেস্ক: করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনের ২০০ শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ  সময় তিনি বলেন, করোনা মহামারীর সংকট দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা খরচে করোনা ভ্যাকসিন প্রদান করছেন। বৈশ্বিক মহামারী দূর করতে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে পরিবহণ শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে পরিবহনের চালক, শ্রমিকসহ যাত্রীরা নিরাপদে থাকবে। পর্যায়ক্রমে বহদ্দারহাট, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এ সময় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো আহাসউল্লা হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আন্তঃজেলা বাস মালিক নেতা মো বসর, মো ইউছুপ, সচিব মানোয়ার হোসেন, আন্তঃজিলা বাস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো ইমান শফিরসহ নেতারা উপস্থিত ছিলেন।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর