chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুনলেই চোখ ছানাবড়া! এক জোড়া জুতার দাম কোটি টাকা

লাইফষ্টাইল ডেস্ক : নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্স জুতার মূল্য উঠেছে এক লাখ ২৬ হাজার ডলার৷ যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা ৷

জুতা জোড়ার জন্য অনলাইনে ৭২টি অফার আসে, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে এক লাখ ২৬ হাজার ডলার বা এক লাখ ইউরো মূল্যে৷ তবে ক্রেতা অজ্ঞাত পরিচয়ে নিলাম থেকে পাওয়া অর্থ নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরে দান করবেন৷

নিউইয়র্কের বিখ্যাত সোথেবিস হাউজ জুতা জোড়ার এই নিলাম করছে। বিক্রেতা নাম নাম পরিচয় গোপন করে এই অর্থ দান করবেন নিউইয়র্কের ব্রুকলিন যাদুঘরে।

অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়ার তৈরি এই জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা৷ এই ডিজাইন এতটাই নিখুঁত যে প্রতিবছর মাত্র দুটোর বেশি উৎপাদন করা সম্ভব নয়৷ জুতা জোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে৷

জুতার ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরো ছয় মাস৷ এসব কথা জার্মান সংবাদ সংস্থাকে জানান, বিশ্ব খ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি৷

চখ/আর এস

এই বিভাগের আরও খবর