chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার সিঙ্গাপুরে করোনা ভ্যাকসিনের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া মহাদেশে প্রথম দেশ হিসেবে এবার করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লি হিয়েন সোমবার এক বিবৃতিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদনের কথা নিশ্চিত করেছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, ডিসেম্বরের শেষ নাগাদ প্রথম দফায় ভ্যাকসিনের ডোজ পৌঁছে যাবে।সূত্র- স্ট্রেইট টাইমস।

২০২১ সালের মাঝামাঝিতেই ৫৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রায় সবাই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে বলে আশা করা হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জানান, সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যেই সিঙ্গাপুরের সব নাগরিক এবং সেখানে দীর্ঘ সময় বসবাসকারীদের বিনামূল্যে টিকা প্রদান সম্ভব হবে।

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানান, ডিসেম্বরের শেষের দিকে সিঙ্গাপুরের টিকার প্রথম চালান পৌঁছানোর পরবর্তী কয়েক মাসের মধ্যেই অন্য টিকাও পৌঁছানো শুরু করবে। তিনি জানান, সম্মুখ সারির কর্মী, বয়স্ক এবং ঝুঁকিতে থাকা মানুষেরা আগে টিকা পাবেন। তারপর প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তা টিকা নেবেন বলে জানান তিনি।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। ইতোমধ্যে দেশটিতে এই টিকা প্রয়োগ শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর