chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিতীয় দিনেই ফলো অনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ফলো অনের শঙ্কায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারী দলটি।

বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলসের ১৭৪ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪৬০ রান করেছে নিউজিল্যান্ড।

জবাবে শনিবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ। টিম সাউদি ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি।

দুই কিউই পেসার সাউদি ও জেমিসনের বোলিং তোপে পড়ে ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারান ক্যারিবীয়রা। দিন শেষে নিউজিল্যান্ডের জেমিসন ৩৪ রানে ৫টি ও সাউদি ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন।

ওয়েলিংটনে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১২৪ রান করে ফলো অনের শঙ্কায় ক্যারিবীয়রা। হাতে আছে ২ উইকেট। অথচ এখনও ৩৩৬ রান পিছিয়ে তারা।

ফলোঅন এড়াতে হলে এখনও ১৩৭ রান করতে হবে তাদের। ক্রিজে আছেন জোসুয়া দা সিলভা ও চেমার হোল্ডার। তাদের রান যথাক্রমে ২ ও ৫।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর