chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৭-১৮ ডিসেম্বর শৈত্যপ্রবাহের আভাস

ডেস্ক নিউজ : সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের অধিকাংশ অঞ্চল। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখাও।

এদিকে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

‘প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে শৈত্যপ্রবাহ অনুভূত হবে।’

শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারেও বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এমআই/এএমএস

এই বিভাগের আরও খবর