chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃষ্টির পর এখন আসছে শৈত্যপ্রবাহ

দুই দিন বৃষ্টির পর এখন আসছে শৈত্যপ্রবাহ। আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দুই দিন বৃষ্টির পর এখন আসছে শৈত্যপ্রবাহ।

এছাড়া সারা দেশে শীতের অনুভূতি আজ থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর মেঘ কেটে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন দিন ১০–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। দেশের অনেক অঞ্চলের তাপমাত্রা এখন মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। যা সামনে আরও কমে আসবে।

এছাড়া, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানান তিনি।

আর বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই জানিয়ে ওমর ফারুক বলেন, মেঘও কেটে গেছে। এখন তাপমাত্রা কমবে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশেই শীতের অনুভূতি বাড়বে।

 

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর