chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশ সেজে প্রতারণা করতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক : নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে পুলিশ সেজে প্রতারণার দায়ে অভিযুক্ত এক যুবেককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি পুলিশ জানায়।

গ্রেফতার যুবকের নাম- মো. জসিম উদ্দিন (৪০)। তিনি চন্দনাইশ থানার দোহাজারী এলাকার মো.আহমাদুর রহমানের ছেলে।
বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম।

তিনি বলেন জসিম উদ্দিন নিজেকে পাহাড়তলী থানার এসআই পরিচয় দিয়ে কালুশাহ জুয়েলার্স নামক স্বর্ণ অলংকারের দোকান থেকে স্বর্ণ ক্রয় করে। র্স্বণের মূল্য বাবদ জসিম পূবালী ব্যাংক লিমিটেড শাখার অনুকূলে ৩০ হাজার টাকার একটি চেক দোকানের মালিকের ছেলেকে প্রদান করে।

পরে দোকান মালিকের সন্দেহ হলে তিনি পাহড়তলী খানায় এসে খোঁজ নিলে এই নামে কোন এসআই কর্মরত নেই বলে প্রতারিত হয়েছে মর্মে জানতে পারেন। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, জসিমের কাছ থেকে পুলিশের ১টি ভুয়া পরিচয়পত্র ও ৩ টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সে পুলিশের পরিচয়পত্র কোথায় পেয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর