chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাড়ে ৪ লাখ ইয়াবা, বিদেশি মুদ্রাসহ তিন মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের ৫ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্র থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড।

এসময় ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মায়ানমারের টাকা) উদ্ধার করা হয়।

রবিবার মধ্যরাতে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড।

কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম চট্টলার খবরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সমুদ্রপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে।

এই খবরে সমুদ্রে কোস্ট গার্ডের সদস্যরা অবস্থান নেন। অভিযান চলাকালীন সময় মিয়ানমার সীমানা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

পরবর্তীতে নৌকা তল্লাশী করে তিনজনকে আটক করা হয় এবং নৌকার ভেতরে ৩টি প্লাস্টিকের বস্তা থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার করা হয়।

জানা যায়, এরা প্রত্যেকেই মিয়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরেই তারা সমুদ্রপথে এভাবেই ইয়াবা পাচার করে আসছে।
পরবর্তীতে আটককৃত ইয়াবা পাচারকারীদের ইয়াবা, মিয়ানমারের টাকা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর