chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্ষমতা ছাড়ছেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়ে দেয়ার ‘সিদ্ধান্ত নিয়েছেন’ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের এক সাংবাদিক এমন দাবি করে জানিয়েছেন, তিনি ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারেন।

এই বিষয়ে একটি টুইট করেন ইরানের এক সাংবাদিক মোমাবাদ আওয়াজে নামের ওই সাংবাদিকের বরাত দিয়ে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বিরোধিতার এই দিনগুলোতে ৫১ বছর বয়সী মোজতাবা খামেনির হাতে ক্ষমতা তুলে দিতে পারেন তিনি।

তিনি বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা খামেনি বর্তমানে ৮১ বছর বয়সে। তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির তার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয়। খামেনির স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে ইরান। এ কারণে তার ছেলেকে সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।

১৯৩৯ সালে ইরানের শহর মাশাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। তরুণদের প্রতি প্রায়ই তিনি উপদেশমূলক কথাবার্তা বলেন।

২০১৪ সালে অন্ত্রের ক্যানসার হওয়ার কারণে একটি অপারেশন হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার। তারপর থেকেই তার স্বাস্থ্যের বিষয়ে খুব একটা খোঁজখবর পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই লোকচক্ষুর অন্তরালে থাকেন তিনি।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর