chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পদত্যাগ করলেন মালির রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ পদত্যাগ করেছেন মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বোবাকার কেইতা। এর আগে সেনার হাতে গ্রেপ্তার হন তিনি।

জানাগেছে, বেতন-ভাতা এবং জিহাদিদের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মালির সেনা সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল। প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতাকে গ্রেপ্তারের পর মালির পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে, টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা বলেন, আমি চাই আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত না হোক।

উল্লেখ্য, ২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কেইতা। তবে মালিতে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে জনরোষের মুখে পড়েন প্রেসিডেন্ট কেইতা । বিবিসি।

এই বিভাগের আরও খবর