chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক

ঈদুল ফিতরে কোনো ধরনের জঙ্গি হামলার ঝুঁকি নেই। তবে গুজব ঠেকাতে অনলাইনে নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় বাস, লঞ্চ টার্মিনালে র‍্যাবের কন্ট্রোল রুম রয়েছে। এসময় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে র‍্যাবের কন্ট্রোল রুম, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং ব্যবস্থা করা হয়েছে। আর চেকপোস্টগুলো এমন জায়গায় করা হয়েছে যেন সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।’

সড়ক, নৌ, ও রেলপথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে খুরশীদ হোসেন বলেন, ‘র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়সহ যেকোনো সমস্যায় র‍্যাব কাজ করছে। এরই মধ্যে ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে আমরা কাজ করেছি।’

ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে নজরদারি রাখা হয়েছে জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সারাদেশের ঈদের জামাতকে কেন্দ্র করে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের জঙ্গি হামলার ঝুঁকি নেই। তবুও র‍্যাব সতর্ক রয়েছে।’

ভার্চুয়াল জগতে গুজব মোকাবিলায় অনলাইনেও গোয়েন্দা নজরদারি রাখছে র‍্যাব। কেউ গুজব ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাব প্রধান।

 

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর