chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পেকুয়ায় অবৈধ ৯ করাতকল সিলগালা

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ ৯ করাতকল সিলগালা করে দেয়া হয়েছে। 

আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার পেকুয়া বাজারে অভিযান চালিয়ে এসব করাতকল সিলগালা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।

উপজেলা সহকারী কমিশন (ভূমি) জানান, দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়নসহ পাহাড়ের মূল্যবান বাগানের কাঠ মজুদ ও চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।

অবৈধ করাতকলে অভিযানের সংবাদ পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা গেছে। এ সময় ভোলা খালের চর দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী রাজনৈতিক দুবৃত্তদের ছত্রছায়ায় এসব করাতকলগুলো পরিচালিত হত।

উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন, বন সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ইতিমধ্যে ৯ টি অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ আমাদের বনাঞ্চল, বন সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকল নদী দখলকারীর বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে এ অভিযান চলমান থাকবে।

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর