chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেলের পূর্বাঞ্চলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। রবিবার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে চট্টগ্রামে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এরআগে সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, আগামী ১১ এপ্রিল ঈদ ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। গতকাল দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ৪ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

 

  • ফখ/মামুন/চখ
এই বিভাগের আরও খবর