chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাজায় অস্থায়ী ত্রাণ বন্দর নির্মাণে প্রস্তুত যুক্তরাষ্ট্র

গাজায় ত্রাণ সরবরাহ করতে একটি অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বাস্তবায়নে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গাজার উদ্দেশে রওয়ানা দিয়েছে একটি যুদ্ধজাহাজ।

রোববার (১০ মার্চ) জেনারেল ফ্রাঙ্ক এস বেসন নামের যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট গাজায় মানবিক সহায়তা সরবরাহের জন্য গাজা উপকূলে বন্দর নির্মাণের কথা জানান।

একজন প্রত্যক্ষদর্শী ও গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটি প্যারাসুটে বাধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান।

গাজার এক চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিও পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে কোন দেশের প্লেন থেকে এসব ত্রাণ ফেলা হয়েছিল তা কেউ নিশ্চিত করতে পারেনি।

গাজায় অস্থায়ী ত্রাণ বন্দর নির্মাণে প্রস্তুত যুক্তরাষ্ট্র

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম গাজায় প্লেন থেকে বিভিন্ন ধরণের ত্রাণ ফেলছে।

ত্রাণ সরবরাহের মাধ্যমে গাজায় মানবিক সহায়তার কথা জানালেও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করছে না মার্কিন প্রশাসন। এমনকি যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রেও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছেন বাইডেন।

এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর