chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মানুষ ভালো আছে, জিনিসপত্রের দাম আরও কমবে- অর্থমন্ত্রী

বাজারে জিনিসপত্রের দাম আগের চেয়ে কমে কমে আসছে, সামনে এ দাম আরও কমতে শুরু করবে বলে জানান, অর্থমন্ত্রী– আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (০৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, দেশের অর্থনীতি ভালোর দিকে এবং দেশের মানুষ আগের তুলনায় আনেক ভালো আছে। দেশে জিনিস পত্রের দাম কমে আসছে। ভারত থেকে পেঁয়াজ আসছে ৫০ হাজার মেট্রিক টন। এগুলো আসলে দাম আরও কমে যাবে।

মন্ত্রী আরও জানান, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। এতে দেশের অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

এ সময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জানান, ‘করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এতে দেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই হবে এখন প্রধান কাজ। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।’

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর