chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের হাটহাজারীতে বিপন্ন প্রজাতির মেছোবাঘ উদ্ধার

হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে আরেকটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছোবাঘ ওই ফাঁদে আটকা পড়েছিলো।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হালিমের মুরগী ফার্মে বসানো ফাঁদে এটি আটক হয়। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফাঁদ পাতা খামারি হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হোসেন কাজীর বাড়ির আমির আহমদের পুত্র খামারি আবদুল হালিম জানান, প্রতিদিনের মতো আজ সকালেও খামারে গিয়ে দেখি ওই খাঁচায় আরেকটি মেছোবাঘ আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছোবাঘ আটকা পড়েছিলো তবে পবিত্র শবে বরাতের রাত ১ টার দিকে রেসকিউ করতে আসা টিমের সদস্যদের অসাবধানতা কারনে নেট ছিড়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে গিয়েছিলো।

হাটহাজারী উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল জানান, আমি ওই খাঁমারি সাথে যোগাযোগ করে মেছোবাঘটি রেসকিউ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, আমি মেছোবাঘটি রেসকিউ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনি জানিয়ে দিচ্ছি।

 

 

 

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর