chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের একক সদ্ধর্মদেশনা শুরু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মালম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সকালে উপজেলার দঃ ধর্মপুর ফরাঙ্গীখিল গ্রামে প্রায় ৪০জন শিষ্য নিয়ে পিন্ডদানের মাধ্যমে ড. এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক গুরু ভান্তের একক সদ্ধর্মদেশনা শুরু হয়। এরপর বিকালে সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

একক সদ্ধর্ম দেশনায় ড. এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক বলেন, নিজের চিত্তকে আগে পরিশুদ্ধ করতে হবে অহংকার, লোভ-লালসা,মন থেকে ধুয়ে মুছতে হবে তাহলে হবে ধর্ম। মুসলিম, হিন্দ, খ্রিস্টান, ইহুদি যত শ্রেণীর মানুষ আছে সবাইকে এক মানুষ হিসেবে মনে ধারণ করতে হবে ভেদাভেদের কোন চিহ্ন থাকবেনা মানুষের মাঝে।

তিনি আরও বলেন, সংসার জগতে দুঃখ থাকবে বেদনা থাকবে এর মাঝে নিজ নিজ ধর্মকে মনের মাঝে লালন করাই হবে প্রকৃত অর্থে ধর্ম।

এ মহতী আয়োজন করেছেন ফরাঙ্গীখিল গ্রামের লায়ন নিপু বড়ুয়া, মাষ্টার দুলাল কান্তি বড়ুয়া, ভাগ্যধর বড়ুয়া, রতন বড়ুয়া, প্রফেসর মানিক চন্দ্র বড়ুয়া, সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাগর বড়ুয়া, সৌরভ বড়ুয়া সহ বৌদ্ধ যুব পরিষদের সকল সদস্যরা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর