chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন

খাগড়াছড়ি জেলার স্মৃতিসৌধে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন করা হয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি রাজনৈতিক সংগঠন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর