chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় বন্ধ হয়ে গেল ২৭৫ পত্রিকা

ডেস্ক নিউজ: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে কিংবা অর্থসংস্থান হলে ১৮টি সংবাদপত্র প্রকাশ করা হয়।

শনিবার (১১ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্কের (বিআইজেএন) এক জরিপে উঠে আসা এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু বলেন, দেশের ৩৪টি জেলার ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়েছে। আর এ জরিপে দেশের সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। স্থানীয় এসব পত্রিকাগুলো বন্ধ হওয়ায় অনেক তথ্য কমে গেছে। বিশেষ করে স্থানীয় অনেক সংবাদ আছে যে গুলো দেশের জাতীয় পত্রিকায় জায়গা না হওয়ায় প্রকাশ হচ্ছে না।

এই বিভাগের আরও খবর