chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিজের নির্বাচনি পোস্টার অপসারণ করলেন রুহেল

পরিবেশ সংরক্ষণ ও নিজের সংসদীয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব-উর রহমান রুহেল শুরু করেছেন নিজের নির্বাচনি পোস্টার অপসারণ।

নিজের নির্বাচনি পোস্টার অপসারণ করলেন রুহেল

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে মিরসরাই উপজেলার বিভিন্নস্থানে টাঙানো পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি।

 

রুহেল বলেন, ‘পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে আমার নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোস্টার লেমিনেশন করা কিংবা প্লাস্টিক ব্যবহার করা হয়নি। বাংলাদেশে আর কোনো এলাকায় প্লাস্টিক আবরণবিহীন এমন পোস্টার হয়েছে কি-না আমার জানা নেই। তবে কুয়াশা থেকে রক্ষার জন্য কিছু কিছু নেতাকর্মী প্লাস্টিক কভারযুক্ত পোস্টার ব্যবহার করেছেন। নির্বাচনের পর এলাকার সৌন্দর্যরক্ষা, পরিবেশকে দূষণমুক্ত রাখতে আমার যতগুলো পোস্টার নজরে এসেছে আমি অপসারণ করেছি এবং নেতাকর্মীদের দিয়ে অপসারণ করিয়েছি।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যেসব স্থানে প্লাস্টিকযুক্ত পোস্টার রয়েছে তা যেন দ্রুত অপসারণ করা হয়। অন্যান্য প্রার্থীদেরও আমি এই অনুরোধ জানাই। এ সব উপকরণ রিসাইক্লিং করার জন্য দেওয়া যেতে পারেন। সবাই মিলে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। স্মার্ট মিরসরাই এর যাত্রা শুরু হোক এভাবেই।’

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর