chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটির দুর্গম ১১৬ কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম গেলো

রাঙামাটি জেলার দুর্গম ১১৬টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা সদর ও পৌর এলাকার নির্বাচনী সরঞ্জাম উপজেলা সদর থেকে বিতরণ করা হয়।

রাঙামাটিতে ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। ২১৩টি কেন্দ্রের মধ্যে ১৯৫টি কেন্দ্রের সকল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। দুর্গমতার বিবেচনায় ১১৬টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামের সঙ্গে ব্যালট পেপারও পাঠানো হয়েছে। বাকি ৭৯টি কেন্দ্রের ব্যালট পেপার আগামীকাল সকালে কেন্দ্রে পৌঁছানো হবে। রাঙামাটি জেলা পুলিশের তথ্যমতে এই আসনে ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৯টিই ঝুঁকিপূর্ণ।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, রাঙামাটি সদরে ৪১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে, যার মধ্যে ২৭টি কেন্দ্রের ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর