chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটির দুর্গম কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাঙামাটিতে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৭ মে) সকালে স্ব স্ব উপজেলার নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পার্বত্য জেলা রাঙামাটির ৪ উপজেলায় ভোট হবে ৮ মে।

উপজেলাগুলো হলো – রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও কাউখালী।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর কথা থাকলেও পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে আগের দিন সরঞ্জামাদি পাঠানোর বিশেষ নির্দেশনা রয়েছে। সে হিসেবে ৪ উপজেলার মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ৫৬টি কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বাকি ৩২টি কেন্দ্রে ভোটের দিন সকালে সরঞ্জামাদি পৌঁছানো হবে।

উপজেলাগুলোর মধ্যে রাঙামাটি সদরে এক লাখ এক হাজার ৫৭, বরকলে ৩৯ হাজার ১৮৩, জুরাছড়িতে ২০ হাজার ৩০ ও কাউখালী উপজেলায় ২৪ হাজার ৭৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর