chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবানে নানা আয়োজনে বড়দিন পালন

বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই বান্দরবান জেলা শহরের ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জায় কেক কাটার মাধ্যমে বড়দিনের নানা কর্মসূচি শুরু হয়।

জেলার খ্রীস্টান অধ্যুষিত ফারুক পাড়া, লাইমি পাড়া, গেজমনি পাড়া, মুন্নমপাড়া, বেতেলপাড়া গীর্জা গুলোতে সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-কিশোর, নারী ও পুরুষেরা আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখশান্তির প্রত্যাশা করে।

এ সময় খ্রিষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানিয়ে সমবেত প্রার্থনায় মিলিত হয়।

এরপর যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করে। যিশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর