chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেডিকেলে ভর্তি পরীক্ষায় কাটা যাবে ১০ নম্বর

মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার যারা দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন তাদের সুযোগ আরও কমলো। এবার তাদের ১০ নম্বর কাটা যাবে। আগে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৮ নম্বর কাটা হতো।

রবিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফি জমার শেষ তারিখ ২৪ জানুয়ারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে তাদের ১০ নম্বর কাটা যাবে। এটা আমরা প্রয়োগ করছি। আগে ছিল ৮ নম্বর, এখন ১০ নম্বর করছি সমতা আনার জন্য। যারা নতুন পরীক্ষার্থী তারা যাতে বঞ্চিত না হয়। নতুন পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়ে, সেজন্য এ কাজটি করা হয়েছে।’

 

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর