chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত সন্তান, দুশ্চিন্তায় মারা গেলেন মা

মেহেরপুরের গাংনী উপজেলায় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন জোবাইদা খাতুনের (৭০) সন্তান। ঠিক একদিন পরই সেই দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে যান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল দশটার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার নিজ বাসায় মৃত্যুবরণ করেন জোবাইদা খাতুন।

জোবাইদা খাতুনের মেজো ছেলে জহুরুল ইসলাম বলেন, আমার স্ত্রী একজন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী। তিনি ৩রা জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন। গতকাল সোমবার আমার মেয়ে ও ছোট ভাইয়ের করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। এরপর আমার ছোট ভাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমার স্ত্রী ও মেয়ে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে বৃদ্ধ মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ সকালে নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, ওই পরিবারে তিন জন কোভিড-১৯ পজিটিভ। করোনাভাইরাস উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাই নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর