chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ

চট্টগ্রাম সমুদ্রবন্দরে চীন এবং পাকিস্তান থেকে গত দুই দিনে আমদানি হয়েছে ২২৬ টন পেঁয়াজ। রবিবার (১০ ডিসেম্বর) চীন থেকে আমদানি করা হয় ১৬৮ টন এবং এরপরের দিন সোমবার (১১ ডিসেম্বর) পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন পেঁয়াজ। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে প্রায় এক হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত জানান।

উপপরিচালক বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরে গত দুই দিনে ২২৬ টন পেঁয়াজ নিয়ে জাহাজ ভিড়েছে। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে রবিবার চীন থেকে আমদানি করা হয়েছে ১৬৮ টন। সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন। এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।’

এ দিকে, দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পেঁয়াজ নেই। যেসব আড়তে আছে সেগুলো ২১০-২৯০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। খুচরায় ২৩০-২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর