chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেক হাসপাতালে চোরাই ওষুধ সহ আটক ৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চোরাই ওষুধসহ মো: আজিজুর রহমান (৫০) নামক এক যুবক ও তার দুই সহযোগী মো: দাউদ ইসহাক (৫২) ও মো: সাইমন হোসাইনকে (৪৬) আটক করেছে চমেক পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালের নিচ তলায় সরকারী ফার্মেসীতে এ ঘটনাটি ঘটে।

চমেক হাসপাতালে চোরাই ওষুধ সহ আটক ৩

আটককৃত মোঃ আজিজুর রহমান মিরসরাই উপজেলার কাটাছড়া এলাকার মৃত জহুরুল হকের ছেলে, মোঃ দাউদ ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার পোমড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে ও মোঃ সাইমন হোসাইন পটিয়া উপজেলার পশ্চিম হাইদগাঁও এলাকার মৃত সফারত আলীর ছেলে। তারা তিনজনই চমেক হাসপাতালের আশপাশ এলাকায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, হাসপাতালের নিচ তলায় সরকারী ফার্মেসীর পরে করিডোর থেকে চোরাই ওষুধ সহ নিয়ে যাওয়ার সময় আনসার কমান্ডার এরশাদুল হকের সহায়তায় মো: আজিজুর রহমান কে আটক করা হয়। এ সনয় তার কাছ থেকে চোরাইকৃত ১৪০০০ টাকার সরকারী ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তার বাসা পাচঁলাইশ থানাধীন লিচু বাগান থেকে আরো ৮০০০ টাকার সরকারী চোরাইকৃত ওষুধ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার চোরাই কাজে দুই সহযোগী মো: দাউদ ইসহাক ও মো: সাইমন হোসাইনের নাম বলেন। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর