chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চীনা কোম্পানি স্পন্সরের পুরষ্কার প্রত্যাখ্যান করলেন জিৎ

বিনোদন ডেস্কঃ

লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। একে একে চীনের পণ্য বয়কট করছে ভারত সরকার। সেই প্রভাব পড়েছে বলিউড এবং টলিউডে। এই প্রেক্ষিতে কলকাতার চীনা কোম্পানি স্পন্সরের একটি পুরষ্কার প্রত্যাখ্যান করেছে অভিনেতা জিৎ

ভারতীয় একটি গণমাধ্যমের সুত্রে জানা যায়, সম্প্রতি ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ নামে একটি সংস্থা চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনা সংস্থার স্পন্সরে যার মূল প্রযোজক ডিজিটাল প্লাটফর্ম ‘হ্যালো’। সেখানেই দর্শককের বিচারে সেরা অভিনেতার শিরোপা জিতেছিলেন জিৎ। কিন্তু সীমান্তের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জিৎ জানিয়ে দিয়েছেন যে, সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না!

এ প্রসঙ্গে অভিনেতা জিৎ বলেছেন, ‘যে সমস্ত দর্শকরা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভালবাসেন, তাদের অসংখ্য ধন্যবাদ। পুরস্কার পেতে কার না ভাল লাগে বলুন! পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই খুশিও হয়। বিশেষ করে বাড়ির বাচ্চারা ট্রফি দেখলেই আনন্দ পায়। কিন্তু এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার গ্রহণ করতে কিছুতেই আমার মন সায় দিচ্ছে না!’

 

 

এই বিভাগের আরও খবর