chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের আদালতে মামলায় মিয়ানমার নাগরিকের কারাদণ্ড

চট্টগ্রামের  আকবরশাহ থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় এক মিয়ানমার নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার (১৩ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম  মো. ইউনুছ মিয়ানমারের মংডু জেলার নাপ্রুরা থানার নাইসং এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ জানুয়ারি আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে মো. ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় তৎকালীন সময়ে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) বদিউল আলম বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মো. ইউনুছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় আসামি ইউনুসের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা ঘোষণা করা হয়। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর