chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১ দিন পর আবারও ভূমিকম্পে কাঁপলো নেপাল

গত শুক্রবার রাতের ভয়াবহ ভূমিকম্পের শোক কাটিয়ে উঠতে না পারার আগেও আবারো রবিবার (০৫ নভেম্বর) ভোরে ভূমিকম্প আঘাত হানে নেপালে।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৬। কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের কেন্দ্রস্থল। উৎসস্থলের গভীরতা ছিল ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল ভূমিকম্পটি। তবে কম্পনের তীব্রতা কম থাকায় নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

নেপালের পাশাপাশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ৫।

পাহাড়ের কোলে সাজানো দেশ নেপাল শুক্রবারের ভূমিকম্পে ইতিমধ্যে বিধ্বস্ত। এরমধ্যেই ফের ভূমিকম্পে আতঙ্কে নেপালবাসী।

হিমালয়ের পাদদেশের দেশ নেপাল বিশ্বের অন্যতম সক্রিয় টেকটোনিক প্লেটের অবস্থান। ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ এলাকা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর