chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গিয়েছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে এই অভিনেত্রী মারা গেছেন বলে জানান অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম

তিনি বলেন, হিমুকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন।

কখন ও কীভাবে হিমুর মৃত্যু হলো তা জানতে চাইলে আহসান হাবিব নাসিম বলেন, হাসপাতালে যাচ্ছি, এরপর বিস্তারিত বলতে পারব।’

নাসিম আরো বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা তা এখনো সঠিক বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অসাধারণ অভিনয় করে সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ান তিনি।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর