chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানের বিপক্ষে জয় পেলো বাংলাদেশের

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস  জয় পেল বাংলাদেশ নারী দল। পাকিস্তান নারী দলের দেওয়া৮২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। শেহশ পর্যন্ত ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে জ্যৌতিরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেন শারমিন সুলতানা। দ্বিতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি বেশ ধীরে রান তুললে অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুজনের জুটি ভাঙে ৩৫ বলে ২১ রান যোগ করে।

২৫ বলে ১৬ রান করা সোবহানাকে ফেরান উম্মে হানি। মুরশিদা খাতুন ২৩ রান করতে খেলেন ৪০টি বল। শেষ পর্যন্ত নাশারা সান্ধুর বলে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে।

১৪.৫ ওভারে ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর জয়-পরাজয় দুলছিল পেন্ডুলামের মতো। তবে নিগার সুলতানা একপ্রান্ত আগলে রাখেন। অন্যপ্রান্তে স্বর্ণা আকতার ২, সুলতানা খাতুন ৬ রানে ফেরার পর ঋতু মনিকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন টাইগ্রেস অধিনায়ক। জ্যৌতি খেলেন ৩ চারে ২৮ বলে ২৬ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন দিয়ানা বাইগ, নাশারা সান্ধু ও উম্মে হানি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৮২ রান করে পাকিস্তান। বোলিং করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলে দেন মারুফ-নাহিদারা। দলীয় ১৬ রানের মাথায় ওপেনার সিধরা আমিনের (৪) উইকেট নেন নাহিদা আকতার।

এরপর তো ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেটের দেখা পান এই ডানহাতি স্পিনার। ৩.৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে নেন ৫ উইকেট। এরমধ্যে ছিল একটি মেডেন ওভারও। নাহিদা ছাড়াও ১টি করে উইকেট নেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আকতার।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন বিসমাহ মারুফ। এছাড়া ১৬ রান আসে মুনিবা আলীর ব্যাটে। ১৪ রান করেন অধিনায়ক নিদা দার।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর