chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এরই মধ্যে সারাদেশ থেকে বিদায় নিয়েছে। সারাদেশে বৃষ্টিও একেবারে থেমে গেছে। আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। মাঝে মাঝেই সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী মঙ্গলবার ও বুধবারও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এর আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মআ/চখ

এই বিভাগের আরও খবর