chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈরী আবহাওয়ায় পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

টেকনাফ উপজেলা প্রশাসন বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে। তাই সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা নামার আগেই সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সকল পর্যটকদের দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমানে সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক অবস্থান করছে। আবহাওয়া অফিস যোগাযোগ করে জানা যায় বৈরী আবহাওয়া রয়েছে। যেকোন সময় বিপদ সংকেত বৃদ্ধি হয়ে যেতে পারে। বৈরী আবহাওয়া বিদ্যমান থাকার কারণে সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই সেন্টমার্টিনে অবস্থান করা সকল পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

নির্বাহী কর্মকর্তা আদনান আরও বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পর্যটদের সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার মধ্যে দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশের পরও যদি কোনো পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করে তবে নৌযাব গিয়ে তাদের উপকূলে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে দাঁড়াবে। আবহাওয়া অনুকূলে আসলে নৌ চলাচলের অনুমতি দেয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর পরই আমরা পর্যটকদের জানিয়েছি। অনেক পর্যটক দ্বীপ ত্যাগ করছেন।’

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর