chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ানডেতে অজিদের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর

টপ অর্ডারে ঝড় তুলে শতক হাঁকালেন শুবমান গিল ও শ্রেয়াস আয়ার। রানের সেই ধারা ধরে রাখলেন লোকেশ রাহুল-সুর্যকুমার যাদবরাও।

অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনা করে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫ উইকেটে ৩৯৯ রান করেছে ভারত। একদিনের ক্রিকেটে অজিদের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ স্কোর।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল।

৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন শুবমান। শ্রেয়াস করেন ৯০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৫। পরের ব্যাটারদের ব্যাট ছিল আরও উত্তাল।

৫২ বলে তিনটি করে ছক্কা চারে ৫২ রান করে আউট হন লোকেশ। ছয়টি করে ছক্কা চারে ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন সুর্যকুমার।

বেশিক্ষণ টেকেননি ইশান কিষান কিন্তু যতক্ষণ ছিলেন অজি বোলারদের স্থির থাকতে দেননি। দুটি করে ছক্কা চারে খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস।

ইন্দোরের রোববার টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন স্টিভ স্মিথ। চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে রুতুরাজ গায়কোয়াড়কে কট বিহাইন্ড করে ভালো শুরুও এনে দিয়েছিলেন জশ হেইজেলউড।

পরের সময়টা হয়ত ভুলে যেতে চাইবেন প্যাট কামিন্সের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া স্মিথ। দ্বিতীয় উইকেটে ১৬৪ বলে ২০০ রানের জুটি গড়েন গিল ও আয়ার। বছরের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন গিল।

২৭ রানের ব্যবধানে আউট হন দুই জনই। কিন্তু রানের গতি তাতে কমেনি, বরং বেড়েছে। ৩৩ বলে ৫৯ রানের জুটি গড়েন রাহুল ও কিষান।

কিষান ফিরলেও সুর্যকুমারকে নিয়ে ৩৪ বলে ৫৩ রান যোগ করে আউট হন লোকেশ। ষষ্ঠ উইকেটে ২৪ বলে অপরাজিত ৪৪ রান আসে সুর্যকুমার-রবীন্দ্র জাদেজা জুটি থেকে।

২৪ বলে ফিফটি হাঁকান সূর্যকুমার। তার শুরুটা ছিল ধীর। ৪৪তম ওভারে ক্যামেরন গ্রিনকে টানা ৪ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার।

ভারত গড়ে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ ছিল ৩৮৩/৬, বেঙ্গালুরুতে ২০১৩ সালে।

সবচেয়ে বড় ঝড় গেছে গ্রিনের উপর দিয়ে। ১০ ওভারে এই পেসার দিয়েছেন ১০৩ রান। উইকেট নিয়েছেন দুটি। ১০ ওভারে ৯১ রানে ১ উইকেট নেন শেন অ্যাবোট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৯৯ (রুতুরাজ ৮, গিল ১০৪, আয়ার ১০৫, রাহুল ৫২, কিষান ৩১, সুর্যকুমার ৭২*, জাদেজা ১৩*; অতিরিক্ত ১৪; জনসন ৮-০-৬১-০, হেইজেলউড ১০-০-৬২-১, অ্যাবোট ১০-০-৯১-১, গ্রিন ১০-০-১০৩-২, জাম্পা ১০-০-৬৭-১, শর্ট ২-০-১৫-০)।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর