chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরের হাসপাতাল-ডায়গনিস্টিক সেন্টারে সিভিল সার্জনের ঝটিকা অভিযান

চট্টগ্রামে ডেঙ্গু প্রকোপ বাড়ার সাথে সাথে স্যালাইন-ডাব কৃত্রিম সংকট এবং ওষুধে বাড়তি টাকা নেওয়া শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। এমনই অভিযোগে নগরের হাসপাতাল- ডায়গনিস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। অভিযানে ম্যাক্স হাসপাতালকে আাগমী ২৪ ঘন্টার মধ্যে সেবার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, স্যালাইন-ডাব কৃত্রিম সংকট এবং ওষুধে বাড়তি টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ আসায় অভিযান পরিচালনার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই নির্দেশনা অনুসারে নগরের ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনিস্টিক সেন্টার, হেল্থ পয়েন্ট হসপিটাল লিমিটেড, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর, মেডিকেল সেন্টার ডায়গনিস্টিক সেন্টার অভিযান পারিচালিত হয়। এ সময় হাসপাতালে পর্যাপ্ত স্যালাইনের সংকট আছে কিনা, ওষুধের দাম এবং বাড়তি বিল নেওয়া হচ্ছে কিনা তা দেখা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের অনুমোদনপত্র, পর্যাপ্ত জনবল নিয়োগ , সরকার নির্ধারিত সেবার মূল্য এবং ন্যাশন্যাল গাইড লাই মানা হচ্ছে কিনা তা দেখা হয়েছে। ম্যাক্স হাসপাতালে চিকিৎসার মূল্য পাওয়া যায়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাকি হাসপাতালগুলোতে সবকিছু সঠিক পাওয়া গেছে।

অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ডিপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

নচ/তাসু/চখ

এই বিভাগের আরও খবর